সিএসআইআর এর অধিনস্ত হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি) তে কোভিড১৯ এর সম্ভাব্য প্রতিকার বা টীকা তৈরি করার জন্য নতুন করোনা ভাইরাসের কালচার করা হয়। সিসিএমবি র সোমদত্তা কারক আমাদের সরাসরি নিয়ে যাচ্ছেন এইরকম একটি গবেষণাগারের একেবারে অন্তরমহলে।